ঝিনাইদহের ৬টি উপজেলার বিভিন্ন গ্রামে গতকাল মঙ্গলবার গভীর রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
আটক হওয়া ব্যক্তিরা হলেন: সদর উপজেলার ২ জন, শৈলকুপার ৩ জন, হরিণাকুণ্ডের ২ জন, কালীগঞ্জ ১ জন ও মহেশপুর ১ জন।
অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, চলমান অভিযানের অংশ হিসেবে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৮ নভেম্বর, ২০১৫/ রশিদা