রংপুরে জাপানি নাগরিক হোশি কোনিও হত্যার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে অস্ত্রসহ ৩ জন রিমান্ডে কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেয়নি। চাঁপাইনবাবগঞ্জে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার এসআই কামরুল ইসলাম জানান, র্যাব তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করেছে। আর ওই মামলার সূত্র ধরেই গ্রেফতারকৃতদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তারা এখন পর্যন্ত কোনো তথ্য না দিয়ে ওই ঘটনায় তারা জড়িত নয় বলে দাবী করছে। তবে সব দিক বিশ্লেষণ করেই তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলে তা পরে গণমাধ্যমকে জানানো হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুর মোহাম্মদ শাহরিয়ার কবির রিমান্ড শুনানি শেষে তাদের প্রত্যেকের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া ৩ জন হলেন রংপুরের কোতায়ালী থানার শালবন শাহীপাড়ার মোহা. হানিফের ছেলে রাজিব হোসেন ওরফে মেরিল সুমন (২৫), একই থানার সেন্ট্রাল রোড জুম্মাপাড়ার আব্দুল লতিফের ছেলে নওশাদ হোসেন ওরফে রুবেল ওরফে কালা রুবেল (২৭) এবং শালবন মিস্ত্রীপাড়া শিয়ালুর মোড় গ্রামের বাবলু চন্দ্র বর্মনের ছেলে কাজল চন্দ্র বর্মন ওরফে ভরসা কাজল (২৫)।
প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর ও সাতনইল এলাকা থেকে তাদের আটক করে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ১টি পিস্তুল, ১টি রিভলবার, ১টি ম্যাগজিনসহ ২ রাউন্ড গুলি ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। পরেরদিন শুক্রবার তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর এবং তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে র্যাব। ওই সময় র্যাব জানায়, সুমনের বিরুেদ্ধ হত্যাসহ ৮টি মামলা, কালা রুবেলের বিরুদ্ধে ২টি হত্যা মামলা এবং কাজলের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে রংপুরে।
বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর ২০১৫/শরীফ