মাদারীপুরের কালকিনি উপজেলায় আসন্ন এসএসসি পরীক্ষার ফরম পূরণের নামে স্কুলগুলোতে জমজমাট বাণিজ্য চলছে । শিক্ষার্থীদের জিম্মি করে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে তা স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা ভাগবাটোয়ারা করে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির চেয়ে ৭-৮ গুণ বেশি নেয়া হচ্ছে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে আজ সকালে অফিসার্স ক্লাবে উপজেলা আইন শৃংখলাবিষয়ক সভায় ব্যাপকভাবে আলোচনা ও ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, একজন পরীক্ষার্থীর ফরম পূরণে সর্বচ্চ এক হাজার ৯০ টাকা থেকে ১১শ’ টাকা নেয়ার নিয়ম রয়েছে। কিন্তু ভূক্তভোগী শিক্ষার্থী ও অভিবাবকদের অভিযোগ, তাদের কাছ থেকে ২৫শ’ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত নিচ্ছে শিক্ষকরা। আর এ ব্যাপারে প্রতিবাদ করলে সেই শিক্ষার্থীর ফরম পূরণ হয়ে যায় অনিশ্চিত। তাই বাধ্য হয়ে শিক্ষার্থীরা অতিরিক্ত অর্থ দিয়ে ফরম পূরণ করছে।
এ ব্যাপারে সমিতির হাট এ কে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রিয়াদ, মিজানসহ ১০-১২জন এসএসসি পরীক্ষার্থীর অভিযোগ, তাদের কাছ থেকে ৩২ শ’ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত নেয়া হয়েছে। আর একই অভিযোগ রয়েছে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়গুলোর বির’দ্ধে।
এ ব্যাপারে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টপাধ্যায় বলেন, ‘ফরম পূরণে সর্বোচ্চ এক হাজার থেকে ১১শ’ টাকা নিতে পারবে স্কুল কর্তৃপক্ষ। এর চেয়ে বেশি নিলে সেটি নিয়মের আওতায় নয়।’
বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর ২০১৫/শরীফ