নীলফামারীতে এক নারী পুলিশ কনস্টেবলের শর্টগানের গুলিতে গুরুতর আহত হয়েছেন জেলা পুলিশের সশস্ত্র বিভাগের সহকারী উপ-পরিদর্শক আমিনুর ইসলাম।
আজ বুধবার সকাল ১০টার দিকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালের জরুরী বিভাগে তার ডান পায়ের হাটু থেকে ৬টি ছড়া বের করা হলেও এখনও ৬টি ছড়া আটকে রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা জানান, সকাল সাড়ে ৮টার দিকে নীলফামারী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে গার্ডরুমে কনস্টেবলল তানজিনা বেগম শর্টগান নিয়ে অন্যান্য সঙ্গীদের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গান পরীক্ষা করতে গিয়ে আকস্মিভাবে গুলি বেরিয়ে এএসআই আমিনুর ইসলামের ডান পায়ের হাঁটুতে বিদ্ধ হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়।
নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ডা. মো. আউয়াল বলেন, গুলিবিদ্ধ এএসআই আমিনুর রহমানে ডান পায়ের হাঁটুর নিচ থেকে গুলির ৬টি ছড়া বের করা হয়েছে। কিন্তু এক্সরে করে দেখা গেছে আরও ৬টি ছড়া ভিতরে রয়েছে। তাৎক্ষণিক পায়ে অস্ত্রোপচার করার প্রয়োজন হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়েছে।
নীলফামারী সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) জাকারিয়া রহমান জানান, মিস ফায়ারিংয়ের কারণে এই ঘটনা ঘটেছে। তবে আহত এএসআই বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সুস্থ আছেন।
বিডি-প্রতিদিন/ ১৮ নভেম্বর, ২০১৫/ রশিদা