জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনের রায় কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই বগুড়া শহরে নিরাপত্তা জোরদার করা হয়। রায়ের প্রতিক্রিয়ায় জামায়াত-শিবির যাতে কোনো ধরনের বিক্ষোভ প্রদর্শন করতে না পারে সেজন্য শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি মোড়ে মোড়ে তল্লাশি চালানো হয়। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় শহরের জিরো পয়েন্ট সাতমাথায় রায়ট কার ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ নভেম্বর ২০১৫/শরীফ