মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদন সুপ্রীম কোর্টের আপীল বিভাগে খারিজ হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধারা মিষ্টি বিতরণ ও উল্লাস করেছেন করেছেন।
বেতার-টেলিভিশনে এই দুই যুদ্ধাপরাধীর মৃত্যুদন্ড বহাল রেখে রিভিউ আবেদন খারিজ করার সংবাদ শুনে শহীদ সাটুহলে অবস্থিত জেলা মুক্তিযোদ্ধা অফিসে উপস্থিত মুক্তিযোদ্ধারা জয় বাংলা শ্লোগান দিয়ে একে অপরকে জড়িয়ে ধরে উল্লাস প্রকাশ ও মিষ্টি বিতরণ করেন।
এসময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিরাজুল হকসহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৮ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন