সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া ব্রীজের কাছে প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে অজ্ঞাত (৩২) এক নারী ও ৩জন আহত এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক এলাকার মফিজ মোড়ে মাইক্রোবাস চাপায় যুঁথী খাতুন (৮) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
নিহত যুথী খাতুন সদর উপজেলার ধুকুরিয়া গ্রামের জহুরুল ইসলামের মেয়ে। বুধবার বিকেলে দুর্ঘটনা দুটি ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, পাবনা থেকে বগুড়াগামী প্রাইভেটকারটি ব্রীজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় কারটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অজ্ঞাতনামা ওই নারীর মৃত্যু হয় এবং তিনজন আহত হয়।
অপরদিকে, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, কোনাবাড়ী ন্যাশনাল প্রি-ক্যাডেট কোচিং স্কুলে ক্লাস শেষে অন্যান্য ছাত্র-ছাত্রীদের সাথে বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি মাইক্রোবাস যুথীকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৮ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন