বগুড়ার সারিয়াকান্দিতে জেএসসি পরীক্ষার হলে প্রবেশ করে ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক যুবককে আটকের পর ধোলাই দিয়ে পুলিশে দেয়া হয়।
আজ বুধবার সকালে তাকে ভ্রাম্যমান আদালতে প্রেরণ করা হলে আদালত ৪ মাসের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ জারি করেন।
জানা যায়, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী গমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের জেএসসি পরীক্ষার হলে ঢুকে এক ছাত্রীকে উত্ত্যক্ত করে পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামের হাবিল প্রামাণিকের ছেলে আবদুল করিম (১৮)। এসময় ওই ছাত্রীর মা শিল্পী বেগম বখাটে যুবককে ঝাপটে ধরলে ওই যুবক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ঝাপটে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবককে মারপিট করে ভ্রাম্যমান আদালতে প্রেরণ করে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
সারিয়াকান্দি থানার ওসি এএসএম ওয়াহেদুজ্জামান জানান, স্থানীয়রা ওই যুবককে বেধড়ক লাঠি পেটা করেছে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে প্রেরণ করা হলে আদালত ৪ মাসের কারাদন্ড প্রদান করেন।
বিডি-প্রতিদিন/ ১৮ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন