বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন ভূমি অফিস ও মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বুধবার দুপুরে এই অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অধীর কুমার জানান, উপজেলার বাটাজোর ইউনিয়ন পরিষদের পুরনো কার্যালয়ে ভূমি অফিস ও মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম পরিচালিত হয়। কার্যালয়ের একটি কক্ষে থাকেন মুক্তিযোদ্ধা মো. ছোবাহান। সেখানে তিনি খড় মজুদ রেখে ব্যবসা করেন।
দুপুর সোয়া ১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওই কক্ষের খড়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় দেড়ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউস, গৌরনদীর ইউএনও মো. মাসুদ হাসান পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আফরোজ এবং ওসি মো. আলাউদ্দিন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ভবন পরিদর্শন করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৮ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন