বরিশালে বেদে সম্প্রদায়ের কিশোরী কন্যা অপহরনকারীকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের দণ্ডাদেশ এবং ৪ জনকে খালাস দেয়া হয়েছে।
আজ বুধবার বরিশালের নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ মো. আবু তাহের এই রায় ঘোষণা করেন। দণ্ডিত আবুল কালাম বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম মহেষপুর গ্রামের আশ্রাফ আলী হাওলাদারের ছেলে। রায় ঘোষণার সময় সে আদালতে অনুপস্থিত ছিল।
আদালতের বেঞ্চ সহকারী মো. আজিবর রহমান জানান, ২০০২ সালের জুলাই মাসে গৌরনদীর টরকী এলাকার বেদে সম্প্রদায়ের আব্দুর রব সর্দারের নেতৃত্বে একটি বহর বাকেরগঞ্জের পশ্চিম মহেষপুর এলাকায় অবস্থান করে। ওই বছরের ২৫ জুলাই সন্ধ্যায় বহরের কিশোরী কন্যা সাবিনা ইয়াসমিন খাবার পানি সংগ্রহের জন্য পশ্চিম মহেষপুর রামনগর এলাকায় গেলে দণ্ডপ্রাপ্ত আবুল কালামসহ অজ্ঞাত ৪ জন তাকে অপহরন করে। পুলিশ অপহৃত কিশোরীকে আবুল কালামের ঘর থেকে উদ্ধার করে। এ ঘটনায় ২৭ জুলাই বাকেরগঞ্জ থানায় বাদী হয়ে ৫ জনকে আসামী করে মামলা করে আব্দুর রব সর্দার। থানার এসআই আব্দুর রব ওই বছরের ১০ অক্টোবর ৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। বিচারক ১১ জনের মধ্যে ৭ জনের স্বাক্ষ্য শেষে এই রায় ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ১৮ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন