অপহরণের ৪দিন পর সুন্দরবন এলাকা থেকে তরিকুজ্জামান সোহাগ (১৮) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের ধানসাগর ষ্টেশন সংলগ্ন বন থেকে বুধবার রাতে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
তরিকুজ্জামান সোহাগ শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামের মৃত বাদশা তালুকদারের ছেলে।
নিহতের মা তাসলিমা বেগম জানান, ১৪ নভেম্বর বিকেলে বাড়ি থেকে বেরিয়ে কর্মস্থল ঢাকার উদ্দেশ্যে রওনা হন সোহাগ। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। ফোনও বন্ধ ছিল। পরদিন ১৫ নভেম্বর একটি অপরিচিত একটি নম্বর থেকে তাকে ফোন করে ছেলেকে ফিরে পেতে ১০ লখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে বিষয়টি শরণখোলা থানা পুলিশকেও জানান হয়। কিন্তু আজ ছেলের লাশ পেলাম।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, সুন্দরবনের ধানসাগর ষ্টেশন সংলগ্ন বনে একটি অর্ধগলিত লাশ দেখতে পেয়ে জেলেরা বন বিভাগ ও পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশ মৃতদেহের পাশে পাওয়া একটি ব্যাগের কাগজ পত্র ও ছবি দেখে সোহাগের পরিচয় নিশ্চিত হয়।
বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন