জামায়াত আহুত সকাল-সন্ধ্যা হরতাল আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে পিকেটারহীনভাবে পালিত হচ্ছে।
হরতালে বড়-বড় মার্কেট ছাড়া ছোটখাট দোকান-পাট খোলা রয়েছে। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও স্থানীয় যানবাহন চলাচল করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে আইন শৃংখলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। তবে কোথাও কোন পিকেটার দেখা যায়নি। সবমিলিয়ে জেলায় নিরুত্তাপ হরতাল পালিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন