দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মো. নুর ইসলাম (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত নুর ইসলাম বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পাঠান পাড়া গ্রামের মো. তহিজ উদ্দিনের ছেলে। বুধবার রাত ৮টায় দিনাজপুরের বীরগঞ্জে উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. জাকির হোসেন জানান, রাতে উপজেলার শতগ্রাম ইউনিয়নের পাঠান পাড়া গ্রামের তহিজ উদ্দিনের ছেলে মোঃ নুর ইসলাম ঝাড়বাড়ী বাজারে আসার পথে বাজার সংলগ্ন মসজিদ এলাকায় একটি আখবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় নুর ইসলাম গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ডা. কেএম কুতুব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর ২০১৫/শরীফ