বাংলােদেশ জামায়াত-ই ইসলামীর ডাকা আজকের দেশব্যাপী হরতালে নাশকতার চেষ্টার অভিযোগে মাগুরায় জামায়াত-বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুদর্শণ কুমার রায় জানান, জামায়াতের ডাকা হরতালে নাশকতা সৃষ্টির চেষ্টা করতে পারে এমন খবরে গত রাত থেকে আজ সকাল পযর্ন্ত বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় মাগুরা জেলা বিএনপির সদস্য ও হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম টিটব, শালিখার শতখালি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী বাবর আলীসহ ৮ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে শালিখায় ৪ জন, মাগুরায় ২ জন ও মহম্মদপুরে ২ জন রয়েছে। আটককৃতদের মধ্যে ৬ জন জামায়াত ও ২ জন বিএনপির নেতাকর্মী। আজ জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে কোর্টে হাজির করা হবে।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর ২০১৫/শরীফ