কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম হাজী আবুল হাসেম (৬৫)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার যুগীরকান্দি গ্রামের হাকিম আলীর ছেলে। আজ সকাল পৌনে ৯টার দিকে ঢাকাগামী উপকূল ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়।
শশীদল রেল স্টেশনের স্টেশন মাস্টার মজিবুর রহমান জানান, নিহত ব্যক্তির সঙ্গে কিছু কাগজপত্র ছিল। তা দেখে চৌদ্দগ্রাম থানায় যোগাযোগ করা হয়। থানা থেকে জানানো হয়, হাজী আবুল হাসেম ২ দিন আগে বাড়ি থেকে বের হন। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছিল।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর ২০১৫/শরীফ