চাঁপাইনবাবগঞ্জে উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ জামায়াত-বিএনপির ৩০ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে গোমস্তাপুর থানা বিএনপির সহ-সভাপতি ও আলীনগর ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম রয়েছেন।
বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে বিএনপি’র ৫ জন ও জামায়াতের একজন, শিবগঞ্জ থেকে বিএনপির ৬ জন এবং জামায়াতের একজন ও গোমস্তাপুর থেকে বিএনপির একজনকে নাশকতার আশংকায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ১৬ জন এবং নিয়মিত মামলার ১৪ জন আসামী রয়েছেন। এরা সকলে পলাতক ছিলেন। আজ বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর ২০১৫/শরীফ