দিনাজপুরে ইতালিয়ান নাগরিক চিকিৎসক ফাদার পিয়েরো পারোলারী সামিওকে গুলি করে হত্যা চেষ্টা মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১১ টার দিকে দিনাজপুর কসবা মিশনের ফাদার সিলাস কুজুর বাদী হয়ে কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেন।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি খালেকুজ্জামান জানান, কসবা মিশনের ফাদার সিলাস কুসুজ বাদি হয়ে অজ্ঞাত দুবৃর্ত্তদের নামে মামলা দায়ের করেন। দিনাজপুর পুলিশ সুপারের নির্দেশে এই মামলার তদন্ত দায়িত্ব দেয়া হয়েছে দিনাজপুর ডিবি পুলিশকে।
ডিবি পুলিশের ওসি রেদোওয়ান রহিম জানায়, দিনাজপুর ডিবি পুলিশ তদন্তের দায়িত্ব পাওয়ার পর ঘটনাস্থল পরির্দশনসহ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আর কিছু বলা যাচ্ছে না।
ইতালিয়ন পিয়োরা সামিও পেশায় একজন চিকিৎসক। তিনি শহরের সুইহারী নাভানা ক্যাথলিক মিশন(এনটিএস) চার্চের ফাদার। দীর্ঘ ৩০বছর ধরে দিনাজপুর মিশনে কর্মরত রয়েছেন।
গত বুধবার সকাল পৌনে ৮টার দিকে শহরের মির্জাপুর বিআরটিসি বাস ডিপোর সামনের সড়কে দুবৃর্ত্তের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক পার্থ সারথি রায় ও এটিএম জিল্লুর রহমানের তত্ত্বাবধানে পিয়ারো সামিওর চিকিৎসা প্রদান করা হয়। পরে তারা বলেছিলেন, বাম কাধেঁর পিছন থেকে একটি গুলি গলার সামান্য অংশ ভেদ করে ডান পাশ দিয়ে বেরিয়ে গেছে। তবে তিনি আশঙ্কামুক্ত।
পরে উন্নত চিকিৎসার জন্য ওইদিনই বিকাল সাড়ে ৩ টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে হেলিকপ্টার যোগে বঙ্গবঙ্গু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হয়।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর ২০১৫/ এস আহমেদ