রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলায় চাঁপাইনবাবগঞ্জ থেকে অস্ত্রসহ আটক তিনজনকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। দুই দিনের রিমান্ডে তারা উল্লেখ্যযোগ্য কোন তথ্য দেয়নি বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই কামরুল ইসলাম।
তিনি জানান, র্যাব তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করেছে। আর ওই মামলার সূত্র ধরেই গ্রেফতারকৃতদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রিমান্ডে তারা যে তথ্য দিয়েছে তা যাঁচাই-বছাই করে দেখা হচ্ছে। প্রয়োজনে তাদের আবার রিমান্ডে নেওয়া হতে পারে। তবে তারা উল্লেখযোগ্য কোন তথ্য দেয়নি।
গত মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নুর মোহাম্মদ শাহরিয়ার কবির রিমান্ড শুনানি শেষে তাদের প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া তিনজন হলেন, রংপুরের কোতয়ালী থানার শালবন শাহীপাড়ার মো. হানিফের ছেলে রাজিব হোসেন ওরফে মেরিল সুমন (২৫), একই থানার সেন্ট্রাল রোড জুম্মাপাড়ার আব্দুল লতিফের ছেলে নওশাদ হোসেন ওরফে রুবেল ওরফে কালা রুবেল (২৭) এবং শালবন মিস্ত্রীপাড়া শিয়ালুর মোড় গ্রামের বাবলু চন্দ্র বর্মনের ছেলে কাজল চন্দ্র বর্মন ওরফে ভরসা কাজল (২৫)। রিমান্ডের মেয়াদ শেষ হওয়ায় আজ বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৩নভেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর ও সাতনইল এলাকা থেকে তাদের আটক করে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তুল, একটি রিভলবার, একটি ম্যাগজিনসহ দুই রাউন্ড গুলি ও একটি চাপাতি উদ্ধার করা হয়। পরেরদিন শুক্রবার তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর এবং তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে র্যাব। ওই সময় র্যাব জানায়, সুমনের বিরুদ্ধে হত্যাসহ ৮টি মামলা, কালা রুবেলের বিরুদ্ধে ২টি হত্যা মামলা এবং কাজলের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে রংপুরে।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর ২০১৫/ এস আহমেদ