ফেনী সদর উপজেলার মোটবীর একটি ডোবা থেকে আমির হোসেনের (২৯) নামে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এক নেতার লাশ উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার সকালে তার বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
নিহত আমির হোসেন সদর উপজেলার মোটবী ইউনিয়নের মৃত আবদুর রবের ছেলে ও স্থানীয় ইউনিয়ন জাসাস’র যুগ্ম-সম্পাদক।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত ১৬ নভেম্বর দুপুরে বাড়ি থেকে লস্করহাটে নিজ মালিকাধীন ‘শিল্পি ইলেকট্রনিক’ যাওয়ার পথে ইউনিয়ন জাসাস’র যুগ্ম-সম্পাদক আমির হোসেন নিখোঁজ হন। তার স্বজনরা বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে স্ত্রী মর্জিনা আক্তার সোনিয়া বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ফেনী জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও মোটবী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ খালেক জানান, নিহত আমির হোসেন ইউনিয়ন জাসাসের যুগ্ম-সম্পাদক ও যুবদলের রাজনীতির সাথে জড়িত।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৫/মাহবুব