জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী সকাল-সন্ধা হরতাল বগুড়ায় ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতালের পক্ষে বিপক্ষে মিছিল অনুষ্ঠিত হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা শহরে এবং মহাসড়কে টহল দিয়েছে দিনভর। জেলায় জনজীবন ছিল স্বাভাবিক। তবে পুলিশ দুপচাঁচিয়ার তালোড়া পৌর শাখার সভাপতি নবীনকে গ্রেফতার করেছে।
হরতালের সমর্থনে বৃহস্পতিবার ভোরে জামায়াত-শিবির কর্মীরা শহরের বাহিরে সাবগ্রাম, নিশিন্দারা উপশহর, চারমাথাসহ অন্য দুই একটি এলাকায় খণ্ড খণ্ড মিছিল করে। মিছিলের সংবাদ পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হওয়ার আগেই মিছিলকারিরা পালিয়ে যায়। সকাল থেকে শহরের পরিস্থিতি স্বাভাবিক ছিল। কোথাও কোন অপ্রীতির ঘটনার সংবাদ পাওয়া যায়নি। শহরে বেশিরভাগ দোকান-পাট ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল। স্বাভাবিকভাবে রিকশা-ভ্যান চলাচল করেছে। তবে বগুড়া থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি।
এদিকে দেশব্যাপী জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে এবং যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে বৃহস্পতিবার বেলা ১২টায় বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে মিছিল ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ উদ্দিন, জামান নিকেতা, শাহরিয়ার আরিফ ওপেল, আসাদুর রহমান দুলু, রফি নেওয়াজ খান রবিন, সুলতান মাহমুদ খান রনি প্রমুখ।
বগুড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, হরতালে যেকোন ধরনের নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবি সদস্যরা শহরের গুরুত্বপুর্ণ এলাকাগুলোতে টহল দিয়েছে। দুপচাঁচিয়া থানা পুলিশ নাশকতার মামলায় ছাত্রশিবির তালোড়া পৌর শাখার সভাপতি নবীনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৫/মাহবুব