নাশকতার অভিযোগে ও বিভিন্ন মামলায় নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ বিএনপি ও জামায়াতের ৩৭ জনকে আটক করেছে।
বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হরতাল-অবরোধ সহ বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির অভিযোগ ও বিভিন্ন ঘটনায় মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর ২০১৫/ এস আহমেদ