আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেছেন, কেউ যদি হাজী আলাউদ্দিনের দিকে চোখ তুলে তাকায় তাহলে পুরো রামপুরের মাটি (বিএনপি অধ্যুষিত) তুলে ফেলা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার দুপুরে ফেনীর একটি কমিউনিটি সেন্টারে সদ্য জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগদানকারী নেতা-কর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, যারা সদ্য যোগদানকারীদের সাথে খারাপ আচরণ করবে তাদের কঠিন ও কঠোরভাবে প্রতিহত করা হবে। আমরা সমাঝোতার রাজনীতিতে বিশ্বাসী। যদি কেউ এটাকে দুর্বলতা মনে করে তবে তারা ভুল করবে। জাতীয় পার্টি থেকে যারা আওয়ামী লীগে এসেছে তারা আজ থেকে আমাদের ভাই। আমাদের দলের নেতা কর্মীরা তাদের সাথে কাঁধ কাঁধ মিলিয়ে কাজ করবে।
জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, সদ্য আওয়ামী লীগে যোগদানকারী ফেনী পৌরসভার মেয়র ও জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব হাজী আলাউদ্দিন, জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক কেবিএম জাহাঙ্গীর আলমসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
হাজী আলাউদ্দিন বলেন, মুজিব কোট পরেছি, কোটের সম্মান রাখবো। প্রয়োজনে রাতে মুজিব কোট পড়ে ঘুমাব।
মোশারফ হোসেন বলেন ফেনীতে জাতীয় পার্টির অস্তিত্ব রাখব না। আমরা ৩৩ বছর জাতীয় পার্টি করে কিছু পাইনি। ফেনীতে জাতীয় পার্টির কোন অস্তিত্ব নেই।
প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর ফেনীর পরশুরামে যুবলীগের এক সমাবেশে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন জেলা জাতীয় পার্টির সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন নাসিমের হাতে ফুলের তোঁড়া দিয়ে আওয়ামী লীগে যোগাদান করেন।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর ২০১৫/ এস আহমেদ