নীলফামারীতে গৃহবধূ শাহীনা খাতুন (২৭) হত্যা মামলার বাদী জাফর আলীসহ (৩৮) দুই জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেকের পাঁচ হাজার টাকা করে জরিমানা আনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহবুবুল আলম এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার ডিমলা উপজেলার উত্তর খড়িবাড়ি গ্রামের আব্দুল মালেকের ছেলে জাফর আলী এবং একই গ্রামের ধলু শেখের ছেলে বাহাজ আলী (৩৫)। তারা দু'জনেই ওই গৃহবধূর চাচা শ্বশুরের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০০৬ সালে গ্রামের শাপলা যুবসংঘ নামে একটি সঞ্চয় সমিতির অর্থ সম্পাদক ছিলেন নিহতের স্বামী রফিকুল ইসলাম। সমিতির ১৪ হাজার ৫০০ টাকা গচ্ছিত ছিল তার কাছে। রফিকুলের চাচাতো ভাই জাফর আলী ও বাহাজ আলী ধারালো অস্ত্র নিয়ে ওই বছরের ২৯ জুলাই রাত দুইটার দিকে টেবিলের ড্রয়ারে রাখা সমিতির গচ্ছিত টাকা নিতে রফিকুলের ঘরে ঢুকে।
এ সময় রফিকুলের মুখ চেপে ধরে ভয়ভীতি প্রদর্শন করে টাকা বের করার জন্য টেবিলের কাছে গেলে শব্দে ঘুম ভাঙ্গে রফিকুলের তার স্ত্রী শাহিনা খাতুনের। ভীত হয়ে রফিকুল চুপ থাকলেও তার স্ত্রী আসামিদের চিনতে পেতে নাম ধরে চিৎকার করতে থাকেন এবং তাদের কাজে বাধা সৃষ্টি করেন। এ সময় আসামিরা শাহিনাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে।
তাকে হত্যার পর রফিকুলকে আরও ভয়ভীতি প্রদর্শন করে তাকে মামলার বাদী হতে বাধা সৃষ্টি করে। ঘটনার পর দিন ৩০ জুলাই ওই হত্যার জন্য রফিকুলের চাচাতো ভাই হিসেবে জাফর আলী অজ্ঞাত আসামিদের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তে মূল ঘটনা বেরিয়ে আসলে তদন্তকারী কর্মকর্তা ডিমলা থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে ওই মামলার বাদী জাফর আলীসহ বাহাজ আলীকে আসামি করে অপর একটি হত্যা মামলা দায়ের করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানির পর গৃহবধূকে হত্যার বিষয়টি প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আসামিদের বিরুদ্ধে আজ এই আদেশ প্রদান করেন।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৫/মাহবুব