জামায়েতের ডাকা হরতালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার কোথাও কোনো পিকেটিং বা মিছিল-সমাবেশ হয়নি। বৃহস্পতিবার উপজেলার গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের টহল ছিলো। উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল করলেও তা অন্যান্য দিনের চেয়ে তা কম ছিলো।
এ ব্যাপারে বনপাড়া বাইপাস মোড়ের পাবনা কাউন্টারের মাস্টার মনির জানান, হরতাল হবে এ কারণে যাত্রী কম ছিলো এবং টিকিট বিক্রি হয়নি বলে ঢাকাগামী বাসের সংখ্যা কম ছিলো।
তবে সড়কে সব ধরণের যান-বাহন চলাচল করেছে। হরতাল পালনের জন্য কোথাও কোন পিকেটিং বা হরতাল আহ্বানকারীদের মিছিল-মিটিং লক্ষ্য করা যায়নি। এছাড়া অফিস-আদালত, স্কুল-কলেজ, দোকান-পাট যথারীতি সরগরম ছিলো।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৫/মাহবুব