চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ১ লাখ ৯৬ হাজার ৫০০ ভারতীয় জাল রুপিসহ মো. ফিটু (৩৫) নামের এক যুবককে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পৌর এলাকার রসুলপুর মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক ফিটু জেলার শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামের মো. ভদুর ছেলে।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্প কমান্ডার এএসপি অলোক বিশ্বাস জাননা, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ পৌর এলাকার রসুল মোড়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসব জাল রুপিসহ ফিটুকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৫/মাহবুব