ঝিনাইদহে নাশকতার আশঙ্কায় জামায়াতের দুই কর্মীসহ বিভিন্ন মামলার ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটক জামায়াতের দুই কর্মীর নাম জানা গেছে। এরা হলেন- শৈলকুপা উপজেলার দোহারা গ্রামের আক্কাছ আলী (৬৫) ও হিতামপুর গ্রামের বদরুজ্জামান (৪৫)। এদের নামে থানায় মামলা নেই।
এছাড়া বাকি ৩০ জন ঝিনাইদহের ছয় উপজেলায় নারী নির্যাতন, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজবাহার আলী শেখ বলেন, শৈলকুপা উপজেলা থেকে জামায়াতের দুই কর্মীসহ ছয়জন, ঝিনাইদহ সদরে ১১ জন, হরিণাকুণ্ডুতে ছয়, কোটচাঁদপুরে দু’জন, মহেশপুরে পাঁচ ও কালীগঞ্জ থেকে দু’জনকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/ ২০ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন