চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার রসুলপুর মোড় থেকে ভারতীয় জাল রূপিসহ মো. ফিটু (৩৫) নামে এক জনকে আটক করেছে র্যাব। আটককৃত ফিটু হচ্ছেন জেলার শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামের মো. ভদুর ছেলে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ভারতীয় ১ লাখ ৯৬ হাজার ৫০০ জালরূপি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্প কমান্ডার এএসপি অলোক বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ পৌর এলাকার রসুল মোড়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে ফিটুকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর ২০১৫/শরীফ