বান্দরবানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় মো. তোহেল আহমেদ নামে ডিবি পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন।
শুক্রবার সকালে জেলা সদরের চেমি ডলু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে ঘটনার পর ওই এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এরা হলেন- মো. ইলিয়াছ (২২) ও মো. রুবেল (২৮)।
পুলিশ জানায়, জেলা সদরের চেমি ডলু পাড়া এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও কয়েক রাউন্ড গুলি চালায়। পুলিশের প্রতিরোধের মুখে টিকতে না পেরে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দুইজনকে আটক করে পুলিশ। এ ঘটনার সময় পুলিশের এক সদস্য আহত হন।
পরে ঘটনাস্থাল থেকে বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বান্দরবান ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর আলম এ তথ্য জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ২০ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন