নেত্রকোনার কংস নদী থেকে কবিতা দেবনাথ (০৪) নামের এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার দুপুরে ওই শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশু কবিতা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের গোবিন্দ দেবনাথের মেয়ে।
নেত্রকোনা ফায়ার ষ্টেশনের অফিসার নির্মল কুমার দাস জানান, সকালে সাড়ে ১০টার দিকে শিশুটি তার মায়ের সাথে গোসল করতে গিয়ে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ারসার্ভিসের কর্মীরা খোঁজাখুঁজি করে দুপুর দেড়টার দিকে শিশুটির লাশ উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০০৫/মাহবুব