নেত্রকোনা জেলার মদনে ইয়াবা ও বিদেশী মদসহ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক নাজমুল হুদা সুজনকে (৩৫) গ্রেফতার করেছে। এ সময় তার আরও ৪ সঙ্গীকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার গভীর রাতে শহরের মদন বাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ওই চার সঙ্গী হলেন- আবু সায়েম (৩৫), রফিকুল ইসলাম রাফি (৩৬), আলীনূর হোসেন রিপন (৩৭) ও আল মামুন (৩৬) কে গ্রেফতার করে। তারা সকলেই মদন উপজেলার বাসিন্দা।
মদন থানার ওসি মাজেদুর রহমান জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের মদন বাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রটিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা, দুই বোতল বিদেশি মদ ও ৩ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
এ ব্যাপারে থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০০৫/মাহবুব