দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ৩ জন নেতাকর্মীসহ ৩১ জনকে আটক করেছে পুলিশ।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল র’মের দায়িত্বরত মোস্তাফিজুর রহমান জানায়, বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় সাড়াশি অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে বিএনপির ৩ জন কর্মী রয়েছেন।
আটক বিএনপি কর্মীদের বিরুদ্ধে নাশকতার সংশ্লিষ্টতার অভিযোগ এবং মামলা রয়েছে। এছাড়াও বাকিরা চলমান বিভিন্ন মামলার কিছু ওয়ারেন্টভুক্ত আসামী।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর ২০১৫/শরীফ