বগুড়া সরকারি মজিবুর রহমান মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদিকার বটির কোপে ছাত্রলীগ কর্মী মোত্তাকিয়া আকতার (১৮) আহত হয়েছেন। তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কলেজ হোস্টেলে এঘটনা ঘটে।
জানা গেছে, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভানেত্রী আঞ্জুমান আরা আয়না ও সাধারণ সম্পাদিকা রত্না সরকারের মধ্যে বেশ কিছুদিন যাবৎ নানা বিষয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। রাত ৮টার দিকে সাধারণ সম্পাদিকা রত্না সরকার ও তার কয়েকজন সহযোগী সভানেত্রী গ্রুপের কর্মী এইচএসসি ২য় বর্ষের ছাত্রী মোত্তাকিয়া আকতারের উপর হামলা চালায়। তাকে এলোপাথারী মারপিট করে বটি দিয়ে পিঠে কুপিয়ে জখম করে। তাকে আহত অবস্থায় মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর ২০১৫/শরীফ