বান্দরবানের লামায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক তৃতীয় শ্রেণির ছাত্রী যৌন নিপীড়নের শিকার হয়েছে। লামা উপজেলার সরই ইউনিয়নের কম্পোনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ভিকটিমের পিতা হ্লামং প্রু মার্মা (৪৫) লামা থানায় এসে মামলা দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, লামার সরই ইউনিয়নের কম্পোনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইয়াছিন আলী (৩২) গত ১৫ নভেম্বর রবিবার ১টায় স্কুলের বিরতির সময় তৃতীয় শ্রেণির ছাত্রী মমতা মার্মাকে (প্রতিকী নাম) স্কুলের বারান্দায় কাছে ডেকে নিয়ে যৌন হয়রানি করে। এরপর মেয়েটিকে একা অফিসে ডাকলে সে যেতে অস্বীকার করায় ক্লাস শুরু হওয়ার পরে তাকে বেত দিয়ে মারধর করে। স্কুল ছুটির পর মেয়েটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনার বিস্তারিত জানায়। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে বিষয়টি সমাজের গণ্যমান্য কয়েকজনকে জানালে তারা গত ১৯ নভেম্বর সন্ধ্যায় আসামিকে কেয়াজুপাড়া বাজারে আটক করে সরই পুলিশ ফাঁড়িতে সংবাদ দেয়। এরপর পুলিশ এসে আসামিকে থানা হেফাজতে নেয়। ভিকটিমের পিতা হ্লামং প্রু মার্মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় শুক্রবার মামলা রুজু করেছেন। লামা থানায় মামলা নং ০৫, তারিখ- ২০ নভেম্বর ২০১৫ইং।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি মো. ইয়াছিন আলী লামা থানা জেল হাজতে রয়েছে।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর ২০১৫/ এস আহমেদ