হবিগঞ্জের চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের চুরি আঘাতে মোশাহিদ খান (৪৫) নামে একজন খুন হয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার পাইকপাড়া ইউনিয়নরে পাইকপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মোশাহিদ খানের সঙ্গে চাচা ফিরুজ খানের পুত্র ইবাদত খানের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ বাধে। পরে স্থানীয়রা দু’পক্ষকে মিমাংসার করে দেন। কিন্তু বেলা সাড়ে ১১টায় পুনরায় ইবাদত খান, শাহিন ও পৌর শহরের বড়াইল গ্রামের কাউছার মিয়াসহ দলবদ্ধ হয়ে মোশাহিদের উপর আক্রমন চালায়। এক পর্যায়ে মোশাহিদ খানের উপর ইবাদত খান চুরি দিয়ে উপর্যপুরি আঘাত করলে ঘটনাস্থলেই মোশাহিদ খান মারা যান।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) ইকবাল হোসেন ঘটনাস্থল গিয়ে লাশ করে উদ্ধার সুরতহাল রিপোট শেষে লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি করছে। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) ইকবাল হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে একজন খুন হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতিতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০০৫/মাহবুব