বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) এর নির্বাচনে আমজাদ হোসেন মিন্টু সভাপতি ও জেএম রউফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ নির্বাচনে বিইউজে’র ৭০ জন ভোটারের মধ্যে ৬৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
অপর নির্বাচিত প্রার্থীরা হলেন- যুগ্ম সম্পাদক নাজমুল হুদা নাসিম, কোষাধ্যক্ষ সবুর আল মামুন এবং সদস্য জিয়া শাহীন, চপল সাহা ও আব্দুর রহমান টুলু।
উল্লেখ্য, সহ-সভাপতি পদে ইতিপূর্বে আব্দুল মোত্তালিব মানিক বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
সুষ্ঠুভাবে এ নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করায় সকল প্রার্থীসহ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন নির্বাচনী কমিটির চেয়ারম্যান প্রদীপ ভট্টাচার্য শংকর ও সদস্য শফিউল আযম কমল।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০০৫/মাহবুব