সড়কের পাশে বনবিভাগের গাছ কেটে নেওয়ার অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হরেন রায়ের বিরুদ্ধে মামলা হয়েছে। গাছ কেটে নেওয়ার ৬দিন পর গতকাল বৃহস্পতিবার রাতে উজিরপুর উপজেলা বন কর্মকর্তা মো. সেলিম বাদী হয়ে বিভাগীয় বন আদালতে এই মামলা দায়ের করেন।
বন বিভাগ সূত্র জানায়, উজিরপুর উপজেলার হারতা-সাতলা সড়কের কুচিয়ারপাড় এলাকায় সড়কের পাশে একাধিক গাছের মোটা ডাল এবং বড় দুটি রেইন্ট্রি গাছ কেটে নেয় হারতা ইউপি চেয়ারম্যান। এ সময় স্থানীয়রা বাঁধা দিলে হরেন রায় দাবি করেন তিনি বনবিভাগের অনুমতি নিয়ে গাছ কাটছেন। তবে তাকে গাছ কাটার কোন অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন উপজেলা বন কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর ২০১৫/ এস আহমেদ