দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জে ট্রাকের চাপায় ভ্যান চালকসহ ২ জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার দলার দরগা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নিহত ভ্যানচালক নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া গ্রামের মৃত জিয়ার আলীর ছেলে আলতাব হোসেন(৫৫) এবং তার নাতি মঞ্জুরুল ইসলাম (৯)।
নবাবগঞ্জ থানার এসআই মো. নাজির হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে বিরামপুরমুখী একটি অটোচার্জার রিকশাভ্যানকে একই দিকে যাওয়া একটি দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক দাদা ও আরোহী নাতি নিহত হয়।
নবাবগঞ্জ থানার ওসি মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০০৫/মাহবুব