বাগেরহাটের মংলায় প্রথম শ্রেণির এক ছাত্রীর উপর যৌন নিপীড়নের ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। শুক্রবার দুপুরে মংলা পোর্ট পৌরসভা চত্বরে আয়োজিত মানববন্ধনে শত শত মানুষ অংশ নেয়। পরে প্রতিবাদ সমাবেশে থেকে গ্রেফতারকৃত কলেজ প্রভাষক আবু ইব্রাহিম শাহ মোহাম্মদ বাকি বিল্লাহকে দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মংলা নাগরিক সমাজ, সার্ভিস বাংলাদেশ, মংলা উপজেলা শিক্ষক-কর্মচারি সমিতি ও শিশু ফোরামসহ বিভিন্ন এনজিও সংস্থার আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মংলাপোর্ট পৌরসভা চত্বরে মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন মংলা নাগরিক সমাজের সভাপতি মো. নূর আলম শেখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মংলা বন্দর কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত কর্মকর্তা পান্না লাল দে, প্যানেল মেয়র মো. আলাউদ্দিন, উৎপল মন্ডল, আল-মামুন-মিঠু, সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, উদয়ন সেবা সংঘের সভাপতি মো. সিরাজুল ইসলাম, অগ্রনী কো-অপারেটিভ ইউনিয়নের নরেশ হালদার, বরিশাল বিভাগীয় সমিতির মো. বাহাদুর মিয়া, সুজন-সুশাসনের জন্য নাগরিক’র তানজীম হোসেন মুকুল প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর ওই কলেজ শিক্ষকের বাসায় তার মেয়েদের সাথে খেলতে ১ম শ্রেণির এক ছাত্রী আসে। এ সময়ে ওই শিক্ষক তাকে ফুসলিয়ে অন্যত্র কক্ষে নিয়ে যৌন নিপীড়ন চালায়। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ ওই শিক্ষককে আটক করে।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০০৫/মাহবুব