ঝিনাইদহ সদর উপজেলায় ৬২ জন মুক্তিযোদ্ধাদের মাঝে চিকিৎসা ভাতা বাবদ ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের কল্যাণে এ চেক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল আলিম, নির্বাহী অফিসার জুলকার নায়ন, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ সিদ্দিক আহমেদ এবং যুব উন্নয়ন অফিসার আনিসুর রহমান।
উল্লেখ্য ইতিপূর্বেও দুই কিস্তিতে ৬০ জন মুক্তিযোদ্ধাকে অনুরূপভাবে ভাতা প্রদান করা হয়েছে। এ ভাতা প্রদান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০০৫/মাহবুব