বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য অ্যাডভোকেট আলতাব হোসেনকে লাঞ্ছিত করেছেন দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
শুক্রবার দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জেলা জাতীয় পার্টির বর্ধিত সভায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ এমপি আলতাব হোসেনকে উদ্ধার করে সার্কিট হাউজে নিয়ে যান।
জানা যায়, আগামী ১২ ডিসেম্বর বগুড়া জেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে বর্ধিত সভার আয়োজন করা হয়। জেলা জাতীয় পার্টির সভাপতি ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহের সভাপতিত্বে সকাল ১০টায় বর্ধিত সভা শুরু হয়। সভায় বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেয়ার এক পর্যায় জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান স্বপন বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে এমপি আলতাব হোসেনের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা তুলে ধরেন।
এরপর অ্যাডভোকেট আলতাব হোসেনকে বক্তব্য রাখার জন্য মাইকে আহ্বান জানানো হয়। তিনি বক্তব্য শুরু করতেই মঞ্চের নিচে বসে থাকা নেতাকর্মীদের মধ্য থেকে ধর ধর করে চিৎকার শুরু হয়। একপর্যায় কিছু নেতাকর্মী মঞ্চে উঠে গিয়ে আলতাব হোসেনকে শারিরীকভাবে লাঞ্ছিত করেন। এছাড়াও এমপি আলতাব হোসেনকে লক্ষ্য করে প্লাস্টিকের চেয়ার ছুঁড়ে মারা হয়। এ সময় মঞ্চে থাকা জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ, সাধারণ সম্পাদক ও বিরোধী দলীয় হুইপ নুরুল ইসলাম ওমর এমপি, নুরুল ইসলাম তালুকদার এমপি বিক্ষুব্ধ নেতাকর্মীদের হাত থেকে আলতাব হোসেনকে রক্ষা করেন।
এদিকে হট্টগোলের খবর পেয়ে পুলিশ এমপি আলতাব হোসেনকে উদ্ধার করে বগুড়া সার্কিট হাউজে নিয়ে যায়। পরে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর এমপি নামাজের বিরতির কথা বলে সভা শেষ করার ঘোষণা দেন।
জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান স্বপন জানান, গাবতলী উপজেলার মড়িয়া আর এমপি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনয়নের জন্য এমপি আলতাব হোসেন তাকে ডিও লেটার দিয়েছেন। একই বিদ্যালয়ে সভাপতি মনোনয়নের জন্য তিনি আওয়ামী লীগ-বিএনপির রাজনীতির সাথে জড়িত আরও তিনজনকে ডিও লেটার দিয়ে জটিলতা সৃষ্টি করেছেন।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০০৫/মাহবুব