সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়ায় একটি যাত্রীবাহী বাসের চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- সাতক্ষীরা শহরের বাগানবাড়ি এলাকার রফিকুল ইসলামের স্ত্রী রাশিদা (৪০) ও তার মেয়ে শিশু সুমি (১২)।
সাতক্ষীরা সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহরাব হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সংগ্রাম পরিবহনের একটি বাস বিকালে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকার বিশ্বাস বাড়ির মোড়ে পৌঁছলে রাশিদা ও সুমিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা জখম হয়। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলে তাদের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০০৫/মাহবুব