লক্ষ্মীপুরে পরকীয়া প্রেমে পড়ে এক প্রবাসীর স্ত্রী বখাটেদের দ্বারা গণধর্ষনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বাবার বাড়িতে বেড়াতে এসে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নে তিনি এ ঘটনার শিকার হন বলে জানা যায়। শুক্রবার (২০ নভেম্বর) বিকালে ভিকটিম নিজেই বাদী হয়ে তার প্রেমিক শিব্বির মাহমুদসহ ৫ জনকে অভিযুক্ত করে সদর থানায় মামলা দায়ের করেন।
ভিকটিমকে পুলিশি পাহারায় মেডিকেল পরীক্ষা করতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্তদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, জেলার রায়পুরের জনৈক প্রবাসীর স্ত্রী তার স্বামী বিদেশে থাকার সুবাধে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বাসিন্দা শিব্বির মাহমুদের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এভাবে তাদের সম্পর্ক চলতে থাকে। ১০ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন ওই প্রবাসীর স্ত্রী। বাবা মৃত আর মা ঢাকায় বেড়াতে যাবার সুবাদে ফাঁকা ঘরে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে শিব্বির মাহমুদ ও ওই প্রবাসীর স্ত্রীর সাক্ষাত হয়। কিছুক্ষণের মধ্যে ওই ঘরে হাজির হয় স্থানীয় বখাটে যুবক আলতাফ, ফারুক, জাফর ও কামাল। এরপর ঘটনা ফাঁস করে দেওয়ার কথা বলে রাতভর পালাক্রমে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে তারা। বখাটেদের সঙ্গে যোগ দেয় প্রেমিক শিব্বির। পরে স্থানীয় মহিলা ইউপি সদস্য হোসনেয়ারা বেগম ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্বামীর বিদেশে থাকার সুবাধে ভিকটিমের সঙ্গে শিব্বির মাহমুদ নামের এক ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রাতে দু'জনের সাক্ষাত হওয়া নিয়ে তাদের জিম্মি করে স্থানীয় বখাটেরা। এসময় ভিকটিমকে পালাক্রমে ৫ জনে ধর্ষন করে বলে অভিযোগ পেয়ে থানায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর ২০১৫/ এস আহমেদ