সিরাজগঞ্জে শাহজাদপুরে র্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় লোহার তৈরী একটি ওয়ান সুটার গান এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
শুক্রবার ভোররাতে উপজেলার বাঘাবাড়ী দক্ষিনপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব ক্যাম্প কমান্ডার হাসিবুল আলম রাত সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানাধীন বাঘাবাড়ি দক্ষিনপাড়া গ্রামস্থ এনএস ফিলিং স্টেশনের উত্তরে মোহাম্মাদ মাস্টারের পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় দেয়ালের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি সুটারগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহজাদপুর থানায় জিডি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০০৫/মাহবুব