মাদারীপুর সদর উপজেলার কালিকাপুরে শুক্রবার বিকেলে একটি বাল্য বিয়ে বন্ধ করে মেয়ের বাবাকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর গ্রামের খুরশিদ মাতুব্বরের মেয়ে কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তানজিলা আক্তারের সাথে শিবচর উপজেলার আফছার মাতুব্বরের ছেলে সৌদি আরব প্রবাসী হারুন মাতুব্বরের বিয়ে ঠিক হয়।
শুক্রবার দুপুরে বিয়ের সব আয়োজন করা হয়। মাদারীপুর মহিলা বিষয়ক কর্মকর্তা এই সংবাদ পেয়ে মডেল থানায় খবর দেয়। এ সময় পুলিশের সহযোগিতায় ওই মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়।
এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদারীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার মেয়ের বাবা খুরশিদ মাতুব্বরকে বাল্য বিয়ের আয়োজন করায় আট হাজার টাকা জরিমানা ও ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দিবে না বলে অঙ্গীকারনামায় স্বাক্ষর নেন।
মাদারীপুর মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর ২০১৫/ এস আহমেদ