নাশকতার আশঙ্কায় মেহেরপুরের গাংনীতে ছয় বিএনপি ও সদরে এক জামায়াত কর্মীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সুপার হামিদুল আলমের নেতৃত্বে শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের এসব নেতাকর্মীকে আটক করা হয়।
গাংনী থানার ওসি আকরাম হোসেনের নেতৃত্বে পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন গ্রামে পৃথক অভিযান চালিয়ে বিএনপির ছয় কর্মীকে আটক করে।
সদর থানার ওসি আহসান হাবীবের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীকে আটক করে।
এছাড়া জেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত নয়জনকে আটক করে পুলিশ।
মেহেরপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, আটকদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে।
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর ২০১৫/এস আহমেদ