চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বানিনাথপুর গ্রামের একটি পানবরজ থেকে এনামুল হক নামের তিন বছর বয়সী এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নিয়ে আসে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে। নিহত শিশু এনামুল হক বানিনাথপুর গ্রামের নূর ইসলাম মেম্বরের ছেলে।
আলমডাঙ্গা থানার ডিউটি অফিসার এএসআই শাহীন আলী জানান, বানিনাথপুর গ্রামের নূর ইসলাম মেম্বরের ছেলে এনামুল হক শুক্রবার সন্ধ্যার পরপরই বাড়ি থেকে নিঁখোজ হয়। তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। বাড়ির পাশের পুকুরগুলোতেও জাল ফেলে খোঁজ করা হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ৯টার দিকে বাড়ির পাশের একটি পানবরজে পাওয়া যায় শিশু এনামুলের গলাকাটা লাশ। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
এএসআই শাহীন আলী আরো জানান, পানবরজটি একই গ্রামের ফজলুর রহমানের। রাতেই পুলিশ পানবরজ মালিক ফজলুর রহমান, তার জামাতা নায়েব আলী ও ছেলে রেজাউল হককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে।
বিডি-প্রতিদিন/২১ নভেম্বর ২০১৫/এস আহমেদ