হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের কুন্ডেরপাড় এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সমং ৪ ব্যবসায়ীর সর্বস্ব লুটে নিয়েছে ডাকাতরা। হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতর আলীও ডাকাতদের কবলে পড়েছিলেন। তবে তিনি ৮ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে ডাকাতদের হাত থেকে রেহাই পান। শনিবার দিবাগত রাত পৌনে ১২টায় এ ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) দেলোয়ার হোসেন ডাকাতির ঘটনাটি অস্বীকার করেছেন। তিনি জানান, ওই সড়কে পুলিশ টহল ছিল। কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। তবে উপজেলা চেয়ারম্যান আতর আলীর অভিযোগ, রাতে ওই এলাকায় পুলিশকে থাকার জন্য থানায় আগে থেকে বলা হলেও কোনো পুলিশ সদস্যকে পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৫/শরীফ