ময়মনসিংহে নাশকতার পরিকল্পনার অভিযোগে বাবা ও দুই ছেলেসহ জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার দিবাগত রাতে সদর উপজেলার দাপুনিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জামায়াতের রুকন সদস্য আবুল খায়ের মো. আবদুল্লাহ (৫৫), তাঁর দুই ছেলে শিবিরকর্মী ওলিউল্লাহ মুজাহিদ (২৫), আতাউল্লাহ গালিব (১৬) এবং হালুয়াঘাটের উত্তর কয়রাকুড়ি এলাকার জামায়াতকর্মী আকতার হোসেন (৫০)।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আবুল খায়ের তার দুই ছেলেসহ অন্য এক জামায়াত কর্মীকে নিয়ে সদর উপজেলার দাপুনিয়ায় নাশকতার জন্য বৈঠক করছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৫/মাহবুব