আলোচিত ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি মো. ফারুককে গ্রেফতার করেছে র্যাপিড এ্যকশন ব্যাটেলিয়ান (র্যাব)।
রবিবার বেলা সাড়ে ১১টায় শহরের একাডেমি এলকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের পরিচালক মোজাম্মেল হোসেন জানান, ফারুক একরাম হত্যা মামলার ২৬নং চার্জশিটভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ফারুক শহরের গাজী ক্রসরোড এলাকার মল্লিক বাড়ির মৃত খোকন মিয়ার ছেলে।
গত বছরের ২০ মে ফেনীর একাডেমি এলাকায় একরামকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই পর্যন্ত র্যাব ও পুলিশ এই মামলায় ৪৩ আসামিকে গ্রেফতার করেছে। হত্যার দায় স্বীকার করে ১৬ আসামি আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।
প্রসঙ্গত, মামলার একশত দিন পর গত বছরের ২৮ আগস্ট ৫৬ জনকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগ পত্র (চার্জশিট) দাখিল করে। আদালত আড়াই মাস পর গত বছরের ১২ নভেম্বর আলোচিত এ হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। চলতি মাসের ১৭ নভেম্বর জেলার দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহর আদালতে চাঞ্চল্যকর এই মামলার বিচার কাজ শুরু হয়।
বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৫/মাহবুব