নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নে এক যুবদলকর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। তার নাম মহিউদ্দিন (২৬)। গতকাল দিবাগত রাত সাড়ে ১০টার দিকে দেওটি ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মহিউদ্দিন উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি স্থানীয় যুবদল কর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তার অবস্থার আরো অবনতি হলে পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন./৩০ নভেম্বর ২০১৫/শরীফ